রাজা সায়মন,ফেঞ্চুগঞ্জে:: ফেঞ্চুগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেট।
রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে আজ ২,৩০ মিনিটে ফেঞ্চুগঞ্জের গ্রিনভিউ কমিউনেটি সেন্টারে অসহায় দরিদ্র কন্যাদায় গ্রস্থ পিতার ২টি কন্যাকে বিবাহ প্রদান করা হয়েছে এবং সাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রোটারি ক্লাব মেট্রোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান আহসান আহমদ খান’র সভাপতিত্বে ও পরিচালনায় ফেঞ্চুগঞ্জের গ্রিনভিউ কমিউনেটি সেন্টারে বিবাহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিস্টিক সেক্রেটারি রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস।
বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন- ক্লাব এসাইন এসিস্ট্যান্ট গভর্নর প্রোঃ এনামুল হক, পিপি নরুল হক সোহেল, পিপি মোশারফ হোসেন জাহাঙ্গীর, পিপি ইয়াকুতুল গনি ওসমানি, পিপি কাজী ময়নুল ইসলাম হেলাল, পিপি তৌফিক বক্স, আইপিপি আবু সুফিয়ান রনি, ভাইস প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হান, ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান, ট্রেজারার ময়নুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান আজিম উদ্দিন, রোটারিয়ান তানভীর বক্স, রোটারিয়ান আব্দুল বাসিত, রোটারিয়ান আব্দুল্লাহ্ আল মামুন, রোটারিয়ান ইফতেখার চৌধুরী, এপেক্সিয়ান রাজা সায়মন, এপেক্সিয়ান মাহবুব খান- প্রমুখ।