সর্বশেষ আপডেট : ৬ মিনিট ৪১ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাওরের উন্নয়নে নুতন নুতন প্রকল্প বাস্তবায়ন হলে হাওরবাসীর জীবনমানের উন্নয়ন ঘটবে – পরিকল্পনামন্ত্রী

তাহিরপুর প্রতিনিধি:: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন…স্কুলটি জাতীয় করণের জন্য আমি সার্বিক চেষ্টা চালিয়ে যাবো। বিদ্যালয়ে সুউচ্চ ভবণ নেই আমি অচিরেই ভালো মানের একাডেমিক ভবন করে দেব। আওয়ামীলীগ সরকারের আমলে হাওর আর পিছিয়ে থাকা কোন জনপদ নয়। সারা দেশের ন্যায় হাওরের উন্নয়ন কাজ চলছে। ব্রীজ কার্লভার্ট নির্মাণ হচ্ছে। কৃষকের ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য নদী খনন,বেরিবাধ নির্মাণ করা হচ্ছে। হাওরের উন্নয়নে আরও নুতন নুতন প্রকল্প নেয়া হবে। চলমান প্রকল্প গুলো বাস্তবায়ন হলে হাওরবাসীর জীবনমানের উন্নয়ন ঘটবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন,যে মানুষ নিজের মাতৃভাষা সংস্কৃতিকে ভালোবেসে লালন করে তারাই প্রকৃত মানুষ। এদেশের মুক্তিযোদ্ধারা জীবনদিয়ে প্রকৃত মানুষের উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। এ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধাদের মত দেশের প্রকৃত মালিক হতে হবে। তিনি আরও বলেন,দেশ এখন অনেক এগিয়ে গেছে আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে। দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা সমুদ্র বন্দরের কাজ এগিয়ে চলছে। সকল সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে।

বর্ণাঢ্য আয়োজনের বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ৫৪বৎসর পূর্তি উপলক্ষ্যে পুর্নমিলনী উৎসবে শুক্রবার(১৫মার্চ)সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে পূর্নমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ডাঃ ননী ভুষণ তালুকদারের সভপতিত্বে উদযাপন পরিষদের যুগ্ম সচিব আবু নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খাঁন,নবনির্বাচিত তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আব্দুছ ছোবান আখঞ্জি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার,জেলা আওয়ামীলীগের সদস্য ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুক মিয়া,উদযাপন কমিটির সদস্য সচিব মেজর শিহাব উদ্দিন প্রমুখ।

এর পূর্বে শুক্রবার সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও রঙ্গিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ডাঃ ননী ভূষণ তালুকদারসহ স্কুলের নবীন,প্রবীণ শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিগণ।
শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বালিজুরী গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনের পর প্রথম পবের্র আলোচনা সভায় অংশগ্রহন করেন স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন,প্রাক্তন প্রধান শিক্ষক রজত ভূষণ দাস,প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুল হান্নান,শিক্ষাবিদ পরিমল কান্তি দে,অ্যাডভোকেট ও লেখক হোসেন তৌফিক চৌধুরী,অ্যাডভোকেট ও লেখক বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু,অ্যাডভোকেট আব্দুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা স্কুলের বিভিন্ন স্মৃতিময় বিষয় নিয়ে আলোচনা করেন তারা।এ বিভাগের অন্যান্য খবরনোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: কে. এ. রাহিম. সাবলু, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: