ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৪, ২০১৯ | ৪:৫০ অপরাহ্ন
| ০
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে শহরের শীর্ষ ৬টি ফার্মেসীকে মোট চব্বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৪ ফেব্রুয়ারী) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা, ২০০৭ অনুয়ায়ী ঔষধের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ এবং মূল্য লেখার বাধ্যবাধকতা লঙ্গন করা, ঔষধের নির্ধারীত দাম কেটে অতিরিক্ত দাম লেখা, ঔষধের মান সঠিক রাখার জন্য নির্দিষ্ট তাপমাত্রার ফ্রিজে রাখার নিয়ম থাকলেও ঔষধ বাহিরে রেখে বিক্রি করা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা ও ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে শহরের কোর্ট রোডে অবস্থিত জান্নাত মেডিকোকে ৫ হাজার টাকা, আবিদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত আহম্মদ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, সদর উপজেলার নতুন বাজারে উত্তরা ফামের্সীকে ১ হাজার টাকা, শমসেরনগর রোডে মিতালী ফামের্সীকে ১ হাজার ৫ শত টাকা, মাতারকাপনে অবস্থিত মাতার কাপন ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব এর সদস্য ডা: ফয়সল আহমদ, ঔষধ তত্তা¡বধায়ক এর প্রতিনিধি মনি শঙ্কর, মৌলভীবাজার ফামের্সী মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল রউফ মানিক ও সদর মডেল থানার পুলিশ র্ফোস।