নিউজ ডেস্ক:: চাচার কুপ্রস্তাবে মা রাজি না হওয়ায় খুন হলো শিশু হালিমা! ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন এ খবর জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই মাস আগে হালিমার মা খাদিজা বেগমকে কুপ্রস্তাব দেয় তারই আপন দেবর হেলাল মিয়া। খাদিজা বেগম এ ঘটনা পরিবারের লোকজনকে জানালে বিচার হয় হেলালের। এরই জের ধরে ২ ফেব্রুয়ারি সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী হেলাল একটি চিপসের প্যাকেট নিয়ে হালিমাকে দেয় এবং তার সঙ্গে নিয়ে যায়। পরে ডাবলু কমিশনারের বাড়ি ও তার ভাইয়ের বাড়ির মাঝামাঝি স্থানে নিয়ে হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করে হেলাল মিয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু সাঈদ, সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক।