ছাতক প্রতিনিধি:: ছাতকে জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। রোববার সকালে পৌর এলাকার ফকিরটিলা সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আরজ মিয়া (৩৫), ফারুক মিয়া (৩২), ফরিদ আহমদ (৪৭), মারজান মিয়া (১৩), শরিফুল ইসলাম বাবুল (৫০) ও ফরিদ মিয়া (৫০) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা করার খবর পাওয়া গেছে।
জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের ফকিরটিলা এলাকায় কিছু ফসলি জমি নিয়ে মৃত তেরা মিয়ার পুত্র আরজ মিয়া পক্ষের সাথে একই এলাকার কবিবুল হক পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকাল ৯টায় কবিবুল হক পক্ষের লোকজনের সাথে আরজ মিয়া পক্ষের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে কিছু সময় পরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ইট-পাটকেলসহ দেশিয় অস্ত্র-সস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। আহত ৬জনকে সিলেট ও অন্য আহতদের ছাতক সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ছাতক থানার ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা বলেন, এ সংঘর্ষের ঘটনায় একটি পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।