দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জে পুলিশ সেবা সপ্তাহের শেষ দিনে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন তালুকদার, পাগলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক অপু চন্দ্র পাল, অমির চন্দ্র কর,দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই অভিজিৎ সিংহ, এসআই আলা উদ্দিন, এসআই রফিকুল ইসলাম প্রমুখ।
রচনা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকারী হলো পাগলা সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র রাহাতুল ইসলাম রামীম,দ্বিতীয় স্থান অধিকারী ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ছাত্র হাম্মাদ আহমদ রহিম,তৃতীয় স্থান অধিকারী পাগলা সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রী সায়মা ইসলাম শীপা ও কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকারী হলো আব্দুল মজিদ কলেজের ছাত্রী জুঁই দাস, দ্বিতীয় স্থান অধীকারী হলো পাগলা সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রী ঝর্না দাস, তৃতীয় স্থান অধিকারী হলো পাগলা সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রী প্রিয় বেগম।