আন্তর্জাতিক ডেস্ক:: জার্মান শহর ডেটমল্ডের একটি ক্যাম্পে ১০ বছরেরও বেশি সময় ধরে কমপক্ষে ২৩ শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে। এ ঘটনায় জার্মান পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে। তাছাড়া জব্দ করা হয়েছে প্রায় ১৩ হাজার ডিজিটাল পর্নো ভিডিও। জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ডেটমল্ড থেকে অভিযুক্তদের গ্রেফতার ও পর্নো ফাইল জব্দের খবর জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, নিপীড়নের শিকার ২৩ শিশুর বয়স ৪ থেকে ১৩ বছর। তবে আরও অনেক শিশু তাদের এই অপরাধের শিকার হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
পুলিশ বলছে, পশ্চিমাঞ্চলীয় শহর ডেটমল্ডের যে স্থানে ক্যাম্প বানানো হয়েছিল সেখানে অভিযুক্ত ব্যক্তিদের একজন স্থায়ীভাবে বাস করতেন। অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার পর্নো ফাইল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনাকারী পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা গুনার ভাইস বলেন, ‘আমাদের বিষয়টি আরও তদন্ত করে দেখতে হবে।’
গ্রেফতার তিন ব্যক্তির বয়স যথাক্রমে ৩৩, ৪৮ ও ৫৬ বছর। অন্য এক তদন্ত কর্মকর্তা বলছেন, ‘এই শিশুদের নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা আর কী কী অপরাধ করেছেন তা কেবল ঘটনার আরও গভীরে গেলে জানা যাবে। আর জন্য আমাদের সময় প্রয়োজন।’
তথ্যসূত্র : ডি ডব্লিউ