ছাতক প্রতিনিধি:: ছাতকে দুর্বৃত্তের দেয়া আগুনে ভষ্মীভুত হয়েছে কৃষকের খড়ের ঘর। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামে। কে বা কারা শত্রুতাবশত আগুন দিয়ে বছরের গো-খাদ্য পুড়িয়ে দেয়। এতে গরু নিয়ে বিপাকে পড়েছে কৃষক।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের কওমী মাদরাসা মাঠে মাঠে চলছিল বার্ষিক ওয়াজ মাহফিল। রাতে পরিবারের সকল পুরুষরাই ওয়াজ মাহফিলে অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে দুস্কৃতিকারীরা শত্রুতাবশত মনিরজ্ঞাতি-শত্রুবন্দ গ্রামের মৃত আয়াত উল্লাহর পুত্র পরব আলী, মন্দান আলী ও মন্দান আলীর পুত্র আবু ছালেকের যৌথ খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারন করে। প্রতিবেশীসহ বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। এতে তিন পরিবারের অন্তত ২০টি গরুর বছরের গো-খাদ্য ভস্মিভুত হয়। গৃহকর্তা পরব আলীসহ বাড়ির লোকজন জানান, কে বা কারা খড়ের ঘরটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘরটিতে ৩ পরিবারের ২০টি গরুর অন্তত ১বছরের গো-খাদ্য ছিল। এখন গো-খাদ্যের অভাবে গরু নিয়ে তারা বিপাকে আছেন। এ ঘটনার প্রায় ৪ বছর আগে একইভাবে আগুন দিয়ে গো-খাদ্য পুড়িয়ে দিয়ে ছিল দুর্বৃত্তরা।