শাহজালাল ইসলামী ব্যাংক লি: দরগা গেইট শাখার উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মধ্যে বুধবার (১৬ জানুয়ারী) ব্যাংক প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো: তোফায়েল ইয়াকুবের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজার স্বপ্না বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শাখার ব্যবস্থাপক খুরশিদ আলম, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মো: মোদাব্বির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুঃস্থদের কষ্টে রেখে বিত্তশালীরা আরাম আয়েশে দিন কাটালে চলবে না। সব সময় অসহায়-দুঃস্থদের পাশে থাকতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে। তিনি শাহজালাল ইসলামী ব্যাংক এ রকম একটি মহতি কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে দরগা গেইট ব্যাংক শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি