মৌলভীবাজার সংবাদদাতা::
মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মাজ গ্যাস পাম্পের পাশে ধুমপান করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মগনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর এলাকার মৃত মো. টনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় মো. ফিরোজ মিয়ার ছেলে রিপন মিয়ার সাথে ধুমপান করাকে কেন্দ্র করে মগনুর কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিপন পেছন দিক থেকে মগনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো একই এলাকার আবু তাহের এর ছেলে সুমন মিয়া (৩৫) ও শিপুল মিয়া (২৬)।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ( ৮ ডিসেম্বর, বিকাল ৫টা) থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।