জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা-নাদাপুর এলাকার ওয়ারিদ উল্লাহ স্কুল প্রাঙ্গনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। প্রবাসী আ.লীগ নেতা আবদুল হাসিমের সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল মালিক, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার আরো বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।