নিউজ ডেস্ক:: আবুধাবি চট্টগ্রাম প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) আহমদ আরব রেস্টুরেন্টের হল রুমে এ মাহফিল আয়োজিত হয়।
মহানবী (দ:) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন মাওলানা আবু বকর। তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব জাতির হেদায়তের কোরআন, হাদিস ও আদর্শ রেখে গেছেন। তার আদর্শ বাস্তবায়নে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে।
মাহফিলের আয়োজক আবুধাবির চট্টগ্রামের ব্যবসায়ীরা বলেন, প্রবাসের মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় ও বৈধ রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল করে দেশের উন্নয়নের অংশদারী হওয়া তাদের মূল লক্ষ্য।
আগামীতে চট্টগ্রামের প্রবাসী ব্যবসায়ীদের বড় আকারে নানা প্রকল্প হাতে নেয়ার ঘোষণাও দেয়া হয় মাহফিল থেকে। তাদের আগামীর পথ চলার সকলের সহযোগিতা কামনা করা হয়।
পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহের শান্তি কামনায় মোনাজাত করে মাহফিলে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।