জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নব-গঠিত জগন্নাথপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ফারুক আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা নুরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, পৌর আ.লীগের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর আবাব মিয়া, পৌর কাউন্সিলর দিপক গোপ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শামছুল হক, জগন্নাথপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি আবদুল মন্নান, হেলাল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রুমেন আহমদ, তথ্য ও গবেষনা সম্পাদক তোফায়েল আহমদ মুকুট, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলী, শফিকুল ইসলাম, আলী হোসেন, আরব উল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মিটু মিয়া, উপজেলা সৈনিকলীগ নেতা আজিম উদ্দিন, পৌর সৈনিক লীগের সহ-সভাপতি জামাল হোসেন, সাজু মিয়া, সাধারণ সম্পাদক শামিনুর রহমান, পৌর সৈনিকলীগ নেতা কাদির মিয়া, জুলতাকিন, এমরান মিয়া প্রমূখ।
সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে হবে। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।