পেশাগত দায়িত্বপালন কালে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর উপশহরে সন্ত্রাসী হামলায় আহত দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ তলা ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন আছেন।
সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহিৃত করে গ্রেফতারের জোর দাবী জানান। – বিজ্ঞপ্তি