ছাতক প্রতিনিধি:: ছাতকে জাতীয় যুব দিবস উদযাপনের লক্ষে এক যুব মহিলা সমাবেশ সোমবার দুপুরে চরমহল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চরমহল্লা ইউনিয়ন যুব কল্যান সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সংস্থার সভাপতি আলহাজ্ব মুক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, বিশিষ্ট সমাজ সেবক ফয়জুল ইসলাম, আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন, শিক্ষক পংকজ দত্ত, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাওসার আহমদ, সানরাইজ কিন্ডারগার্টেনের সভাপতি আলহাজ্ব জসিম তালুকদার, স্থানীয় হাফিজুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।