বিনোদন ডেস্ক:: সম্প্রতি বেশ কয়েকটি বাজে কারণে বলিউডের হিট কমেডি ড্রামা সিক্যুয়েল ‘হাউজফুল ৪’ সংবাদ শিরোনাম হয়েছে।তার মধ্যে অন্যতম ছবিটির অভিনয়শিল্পী নানা পাটেকার ও পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ।আর এ কারণে প্রায় মুখ থুবড়ে পড়তে বসেছিল প্রজেক্টটি।যাই হোক,নানা এবং সাজিদ এখন এই প্রজেক্টের বাইরে।
তবে, ‘হাউজফুল ৪’-এর একটা দারুণ মজার ব্যাপার কিন্তু নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।আর সেটি হলো অক্ষয় কুমারের একটি ছবি।যে ছবিতে তাঁকে দেখা যাচ্ছে টাক মাথায়,পাকানো গোঁফওয়ালা এক ব্যক্তির চরিত্রে। আর ‘হাউজফুল ৪’-এ তাঁর এ চরিত্র ও ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।
অক্ষয়ের এই লুকটি আপনাকে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে রণবীর সিং এর লুককে মনে করিয়ে দেবে।ছবির কিছু অংশে অক্ষয়কে একজন ঐতিহাসিক যোদ্ধার চরিত্রে দেখা যাবে।আর তার জন্যই অক্ষয়ের এ সাজ বলে জানিয়েছে ছবিটির নির্মাতারা।
বিতর্কিত পরিচালক সাজিদ খানের সরে যাওয়ার পর এখন ছবিটি পরিচালনা করবেন ফরহাদ সামজি।যিনি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন।তবে, যৌন হেনস্তা বিতর্কের কারণে ছবিটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।
সূত্র : ডিএনএ