নাজমুল সুমন: মৌলভীবাজারে বিশিষ্ট সমাজসেবক ও প্রথম শ্রেনীর টিকাদার সোলেমান খাঁন চলে গেছেন না ফেরার দেশে। গত ৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২ ঘটিকায় শহরের হযরত শাহ মোস্তফা(রহ:) দরগাহ মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার মানুষের উপস্থিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।জানায়ার নামাজে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ,সাধারন সম্পাদক মিছবাউর রহমান,পৌরসভার মেয়র ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান,জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
এদিকে উনার মৃত্যুতে জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছাড়াও বৃটেন থেকে ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি, দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক ও টিভি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ এক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মকিস মনসুর বলেন সোলেমান খাঁন ছিলেন একজন ভালো মানুষ. তিনি ব্যক্তি জীবনে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।