সুনামগঞ্জ প্রতিনিধি:: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে সুনামগঞ্জ জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ। শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের সভাপতি কল্লোল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান ছুনু,মুকুল বক্স,মোঃ শামসুজ্জামান,নুরুজ্জামান চৌধুরী,সাধারন সম্পাদক হাজী জাকির হোসেন শাহীন,যুগ্ম সম্পাদক মহিবুর রহমান সাদত,জে.দাস চপল,সাংগঠনিক সম্পাদক দিলীপ চৌধুুরী ভূলু,দপ্তর সম্পাদক আনোয়ারুল বারী,শ্রম ও কর্মসংস্থাণ বিষয়ক সম্পাদক নিহার রঞ্জন তালুকদার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওবায়দুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক পংকজ চৌধুরী,যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ পাপলু,আন্তর্জাতিক সম্পাদক সাইফুল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম,সাধারন সম্পাদক ফয়ছল আহমদ,সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন,জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি চন্দন রায়,সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে নেত্রীর জন্মদিন পালন করেন তারা। পরে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও তার সরকারের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।