নিউজ ডেস্ক:: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (৩০ সেপ্টম্বর) সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল সমাবেশের ব্যাপারে কথা বলতে গেলে তাদেরকে অনুমতি দেওয়া হয়।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।দুপুর পৌনে ১২টায় আব্দুল সালাম আজাদ সারাবাংলাকে বলেন, ‘আমরা লিখিত অনুমতি পেয়েছি। বরাবরই যে শর্তগুলো জুড়ে দেয়, এবারও সেই শর্তগুলোই জুড়ে দিয়েছে। আশা করি আমাদের সমাবেশ সফল হবে।’
এর আগে, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,‘সমাবেশের ব্যাপারে আমাদের প্রস্তুতি শেষ।বৃহত্তর ঢাকা জেলা ও অঙ্গসংগঠন— সবাই মিলে প্রস্তুতি নিয়েছে।’
তিনি বলেন, ‘প্রস্তুতির কোনো অভাব নেই।পুরোদমে প্রস্তুতি চলছে।আমরা সোহরাওয়ার্দীতেই চাচ্ছি ২৯ তারিখ, না হলে ৩০ তারিখে তারা বিবেচনা করতে পারে।সেক্ষেত্রেও আমাদের কোনো আপত্তি নেই।’রিজভীর এই বক্তব্যের ২৪ ঘণ্টা পর বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়,তবে বরাবরের মতো এবারও ২২টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।