স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরে একই দলে খেলবেন টাইগার দুই ক্রিকেটার তামিম ও মুশফিক।প্রথমবারের মত হতে যাওয়া এই টুর্নামেন্টে নানগারহারের দলের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।প্লেয়ার ড্রাফট থেকে তাকে ৭৫ হাজার ইউএস ডলার দিয়ে কিনে নেয় তারা।বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ লাখ টাকা।এছাড়াও ‘সিলভার’ ক্যাটাগরিতে মুশফিককে ৩০ হাজার ডলারে কিনেছে তামিমের দলটি।
তামিম ছাড়াও এই প্লেয়ার ড্রাফটে গোল্ড ক্যাটগারিতে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান।এছাড়াও সিলভার ক্যাটগরিতে রয়েছেন পেসার তাসকিন আহমেদ,শাহরিয়ার নাফিস,ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।
আগামী মাসের ৫ তারিখ আরব আমিরাতে পর্দা উঠবে আফগানিস্তান প্রিমিয়াম লিগের এবং পর্দা নামবে আগামী ২১ অক্টোবর।