কুলাউড়া প্রতিনিধি ::
বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তিলীগ কুলাউড়া উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আল মমুন জয় ও সাধারণ সম্পাদক মো. ছাব্বির ইসলাম ফাহিমের যৌথ স্বাক্ষরে গত (১সেপ্টেম্বর) শনিবার রাতে কুলাউড়ার উপজেলা ও পৌর শাখার আগামী ১বছরের জন্য কমিটি অনুমোদন করেন।
উপজেলা কমিটিতে সভাপতি বিপ্লব দাস, সহ-সভাপতি আব্দুলাহ্ আল মাসুদ, আবিদ মাহমুদ সায়েম, শাহান আহমেদ, রিমন আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন বখস্, যুগ্ম সাধারণ সম্পাদক রেজউয়ান আহমেদ রেজা, শাহান আহমদ, সাইদুল ইসলাম নাছিম, আসরাফ হোসেন নবেল, সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, আজহারুল ইসলাম জাহিদসহ ১২সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
কুলাউড়া পৌর শাখা কমিটিতে সভাপতি তানভীর আহমদ, সহ-সভাপতি খায়রুল ইসলাম, ইমরান আহমদ, সাধারণ সম্পাদক সালমান মুক্তাদির, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মজুদার, হাছান মাহমুদ নায়েম, আবির আহমদ আলী, কামরুল হাছান, সাংগঠনিক সম্পাদক আবিদ আহমেদ আফজল, আব্দুল মুস্তাকিম তানিমসহ ১০সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদিত হয়।