আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের মেসা এলাকার একটি হাসপাতালের ১৬ জন নার্স সন্তানসম্ভবা হয়ে পড়েছেন। একসঙ্গে এতজন নার্সের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি রোগীদের নজরেও এসেছে। খবর বিবিসির।
১৬ জন নার্সের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ঠাট্টা করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, হয়তো হাসপাতালের পানিতে কিছু মেশানো হয়েছিল অথবা ক্রিসমাসের ছুটিতে সবাই একই পরিকল্পনা করেছিলেন।
এই ১৬ জনের মধ্যে প্রথম জনের আগামী মাসের শুরুতে সন্তানের জন্ম দেয়ার তারিখ রয়েছে। আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একে একে অন্যদের সন্তান জন্মের তারিখ নির্ধারিত হয়েছে। নার্সরা বলেছেন, তাদের একজন অন্যজনের বিষয়টি জানতেন না। কিংবা এটা পরিকল্পিত ছিল না।