ডেস্ক রিপোর্ট:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯নং ওয়ার্ডের পুর্ব মিরাবাজারস্থ বখতিয়ার বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর কেন্দ্র দখল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়লে দুইজন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, ১৯নং ওয়ার্ডের ঐ কেন্দ্রে সোয়া ১টার দিকে কাউন্সিলর প্রার্থী শওকত আমীন তৌহিদ এবং দিনার খান হাসু তাদের কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্র দখলের চেষ্ঠা চালালে দুই প্রার্থীর কর্ম সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ভোটকেন্দ্রের চারপাশে আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে কাউন্সিলর প্রার্থী দিনার খান হাসুর সমর্থক তালহার পেটে গুলি লেগে সে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। অপরদিকে কাউন্সিলর প্রার্থী তৌহিদ আমীন শওকতের সমর্থক এবং তার ফুফাতো ভাই ফাহাদও মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।
ঐ ঘটনার পর থেকে প্রায় ২ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকলেও কিছুক্ষণ আগে আবারো ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।