নিউজ ডেস্ক:: নির্বাচন কমিশনে (ইসি) দলের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট জমা দিয়েছে ওয়ার্কার্স পার্টি। বুধবার দুপুরে দলটির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অডিট রিপোর্ট জমা দেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান ও কেন্দ্রীয় সদস্য তপন দত্ত চৌধুরী।
রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ এর বিধি ৯ (খ) মোতাবেক ২০১৭ সালের জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর সমাপ্ত পঞ্জিকা বর্ষের আয় ও ব্যয়ের হিসাব রেজিস্টার্ড চাটার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান পিনাকী অ্যান্ড কোম্পনি দ্বারা অডিটকৃত রিপোর্ট জমা দেয় ওয়ার্কার্স পার্টি। অডিট রিপোর্টের হিসাব মতে ২০১৭ পঞ্জিকাবর্ষের চেয়ে চলমান পঞ্জিকাবর্ষ ২০১৮তে উদ্বৃত্ত বেশি থাকে।