সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন।
শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে স্বাধীনতার প্রতিক নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।
পরে একটি কমিউিনিটি সেন্টারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এলাকার মুরব্বী সাচ্চা কোরেশীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা এসএম সুহেলের পরিচালনায় আজিজুস সামাদ আজাদ ডন বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এ দেশের মানুষের আস্থা ও বিশ^াসের ঠিকানা। স্বাধীকার থেকে স্বাধীনতা দেশের যতসব অর্জন তা একমাত্র আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সর্বস্তরের নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহিদুর রহমান শহীদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বদরুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম শফিক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবীব, কালী কুমার রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, সিলেট মহানগর যুবলীগ নেতা সাজ রহমান সাজু, ইমদাদ রহমান, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আসাদ কোরেশী, ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগর, মিটন দেব, নাদিম শাহ, সৈয়দ তামিম আহমদ, রাসেল আহমদ প্রমুখ। – বিজ্ঞপ্তি