বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বুধবার রাতে দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডের সার্বিক সহযোগিতায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী কামরান সমর্থন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মোঃ কুটি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা তথা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগ মনোনীত সকল প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। তাই প্রয়োজন সকল মুক্তিযোদ্ধাদের ঐক্য। আমাদের সাবধান থাকতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের শক্তির ঐক্য অবসম্ভাবী।
৭১ এর যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবীত জানাচ্ছি। সিলেট থেকে ট্রাইব্যুনালের মামলা কম করা হয়েছে। তাই গুরুতর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা করতে হবে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছে জননেত্রী শেখ হাসিনাকে হারাতে চাই না।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, বিশ্বনাথ উপজেলা কামন্ডার মোঃ ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার আলকাছ আলী, সদর উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ মজিদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা ডেপুটি কমান্ডার রনজিৎ চন্দ্র ধর, সহকারী কমান্ডার মতিউর রহমান, সহকারি কমান্ডার অমিতাব আলী, সন্তান কমান্ড নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ। – বিজ্ঞপ্তি