আন্তর্জাতিক ডেস্ক:: চলতি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আর এই নির্বাচনকে ঘিরে দেশটির গণমাধ্যমের ওপর আক্রমণ ও কড়া নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।বিবিসি অনলাইনে সাংবাদিক আহমেদ রশিদের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
পাকিস্তানে আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে দেশটির টিভি চ্যানেল, সংবাদপত্র, এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমের উপরেও কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।উল্লেখ্য, সাংবাদিকদের কাজ করার জন্য সবচেয়ে প্রতিকূল দেশগুলোর অন্যতম পাকিস্তান।অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনী ও বিচার বিভাগ একজোট হয়ে সংবাদ মাধ্যম এবং কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন দেশটির ব্যবসায়ী, কূটনীতিক এমনকি সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছেও ব্যাপক জনপ্রিয়।কিন্তু অভিযোগ উঠেছে, সংবাদ মাধ্যম ডনকে ভয়ভীতি দেখানো হচ্ছে।এর সংবাদ কর্মীদের হয়রানি করা হচ্ছে।এমনকি পত্রিকাটি যাতে বিলি করতে না পারে সেজন্যে প্রত্যেক সেনানিবাসে হকারদের নিষিদ্ধ করা হয়েছে।ডন টিভি যাতে বাড়িতে বাড়িতে দেখা না যায় সেজন্যে কেবল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডন ছাড়াও অন্য সংবাদ মাধ্যমগুলোর লোকজনকে অপহরণ করারও অভিযোগ উঠেছে।নিজেদের নাম পরিচয় গোপন রেখে সাংবাদিকদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে।এমনকি শারীরিকভাবেও হয়রানি করা হচ্ছে।কারা এসব করছে সেগুলো প্রকাশ করতে কোনো সংবাদ মাধ্যমও সাহস করছে না।