দক্ষিণ সুরমার জালালপুরে হযরত ওমর ফারুক একাডেমী দাখিল মাদরাসায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকালে একাডেমীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন। সহকারী শিক্ষক নাজমুল ইসলাম রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার সমন্নয়ে জীবন পরিচালনা করতে হবে। সবার আগে নিজেকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ জামেয়া ইসলামিয়া পরিচালনা কমিটির সভাপতি সাব্বির আহমদ ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ। বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ মাওলানা মুফতি জিয়াউল হক, সহকারী শিক্ষক মাওলানা হাফিজ খালেদ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী আকরাম হোসেন ও সুলতান আহমদ ইয়ামিন। উপস্থিত ছিলেন মাও মোসলেহ উদ্দিন, মাও হাফিজুর রহমান, শিক্ষক মতিউর রহমান, রুহুল আমিন তারেক, আব্দুল আহাদ , মুরব্বি সামছুল হক , খিজির আহমদ প্রমুখ। – বিজ্ঞপ্তি