নিউজ ডেস্ক:: ময়মনসিংহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী শুভ্রা রানী পাল (২২) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কৃষ্টপুর এলাকার নিজের ঘরে তিনি আত্মহত্যা করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শহরের কৃষ্টপুর এলাকার শশী মোহন পালের মেয়ে শুভ্রা রানী পাল ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিল। দুপুরে নিজের ঘরে ফ্যানের সঙ্গে শুভ্রাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
শুভ্রার বাবা শশী মোহন পাল জানান, বেশ কিছুদিন ধরে তার শুভ্রা মানসিকভাবে বিপর্যন্ত ছিল। এর বেশি তিনি আর কোনো কথা বলতে চাননি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন শুভ্রার বাবার বরাত দিয়ে জানান, শুভ্রা মানসিকভাবে বিপর্যন্ত থাকায় মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার পরিবার। কিন্তু শুভ্রা তাতে রাজি ছিলেন না বলে তার বাবা অধ্যক্ষকে জানিয়েছেন।