জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৬পিস ইয়াবাসহ হোসেন আহমদ(৪৬)কে আটক হয়েছে। আটক হোসেন বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত উসমান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশ মোতাবেক উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামে হোসেন আহমদের বাড়ীতে অফিসার ইনচার্জ(তদন্ত) আনোয়ার জাহিদের নেতৃত্বে এস.আই আজিজুর রহমান, এস.আই সুজন কুমার আচার্য্য, এ.এস.আই তাজুল ইসলাম ও এ.এস.আই রায়হান সহ সঙ্গীয় ফৌস নিয়ে অভিযান চালিয়ে ৫৭পিছ ইয়ারাসহ হোসেন আহমদকে আটক করা হয়।