স্পোর্টস ডেস্ক ::
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
দেরাদুনে তৃতীয় ম্যাচে একটি পরিবর্বতন এনেছে আফগানিস্তান। দুই ম্যাচে খরুচে বোলিং করা শাপুর জাদরান বাদ পড়েছেন। দলে এসেছেন আরেক পেসার আফতাব আলম।
আফগানিস্তান: আসগর স্টানিকজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রেহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ, মোহাম্মদ নবি, রশিদ খান, করিম জানাত, আফতাব আলম।
টানা দুই ম্যাচে হারা বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন পেসার আবু জায়েদ। প্রথমবারের মতো সিরিজে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও আরিফুল হক। বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমান।
বাংলাদেশ: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
এর আগে দুই ম্যাচ হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৫ রানে জেতে আফগানিস্তান। দ্বিতীয় ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করে আসগর স্ট্যানিকজাইয়ের দল। আজকের ম্যাচটা জিতলেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে আফগানিস্তান। ৩-০ ব্যবধানে সিরিজ হার এড়াতে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে।