স্পোর্টস ডেস্ক::উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ আজ। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এই ম্যাচকে ঘিরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে নতুন নিয়ম করেছে উয়েফা।
মাঠে যাতে কোন ঝামেলা না হয়, সেজন্য ম্যাচশেষে এবার শিরোপা উদযাপনের সময় কারও পরিবারের কোনো সদস্য কিংবা কোনো ফ্যান মাঠে ঢুকতে পারবে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
এর আগের আসরের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শেষ হওয়ার সাথে সাথে শতশত মানুষ মাঠে ঢুকে পড়ে। যার কারণে মাঠে একটি ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
তাই এবার নতুন করে নিয়ম পাল্টালো উয়েফা। ফাইনাল শেষে শুধু খেলোয়াড় ও কোচরাই উদযাপন করবে। মাঠে অন্যদের প্রবেশ দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।