শ্রীমঙ্গল প্রতিনিধি:: শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ভূনবীর চৌমুহনায় ঢাকা-সিলেট মহা সড়কে রাস্তা পারাপারের সময় এক ব্যাক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায় বুধবার বিকেল চারটা দিকে ওই ইউনিয়নের কোদালীপাড়া এলাকার কৃষক লাল মিয়া রাস্তা পারাপারের সময় শ্রীমঙ্গল শহরের দিকে দ্রুতগামী নোহা গাড়িটি লাল মিয়াকে চাপা দিলে সাথে সাথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন লাশটি উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নারায়ন চন্দ্র সাহা ও আব্দুস ছোবহান এ ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ সড়ক দুর্ঘটনায় (ঢাকা মেট্রো চ ১৩৭৬৬৩) গাড়িটির চালক শমশেরনগরের রাধানগর গ্রামের আপ্তাব আলীর ছেলে মো. তারেককে গাড়িসহ আটক করা হয়েছে বলে জানান সাতগাঁও হাইওয়ে থানার ওসি নান্নু মন্ডল।