বিনোদন ডেস্ক::
বেশ জমকালে আয়োজনের মধ্য দিয়ে বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল বলিউড তারকা সোনম কাপুর আর আনন্দ আহুজার। যেন তারকাদের এক মিলনমেলা বসেছিল সেখানে।
গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ওই অনুষ্ঠানে যেসব বলিউড জুটি অংশ নিয়েছিলেন; তাদেরকে নিয়ে অনলাইনে এক প্রতিযোগিতার আয়োজন করে সংবাদ মাধ্যম বলিউডলাইফডটকম।
ওই সংবাদ মাধ্যমের জরিপে সোনমের বিয়েতে সবচেয়ে স্টাইলিস বা নজরকাড়া জুটির তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন আলিয়া ভাট-রণবীর কাপুর জুটি।এরপরই আছেন শাহরুখ খান-গৌরি দম্পতি। জরিপের ফলাফলে তলানিতে অক্ষয় আর টুইঙ্কেল খান্না জুটি।
বলিউডলাইফ বলছে, প্রথম স্থান অধিকারী জুটি পেয়েছে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোট। দ্বিতীয় জুটি পেয়েছেন ১৯ শতাংশ আর অক্ষয় জুটি পেয়েছে ৫ শতাংশ ভোট।
বেশ অনেকদিন ধরেই জানাশোনার পর ৮ মে আনন্দের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোনম। ওইদিন সকালে এক স্বজনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও রাতে আয়োজন করা সংবর্ধনার।