জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আশচার্য্যজনক হলেও সত্যি শত্রুতার বলি হয়েছে ‘টয়লেট’। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু ও তার প্রতিবেশি আত্মীয় সীতেশ চন্দ্র রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গার মালিকানা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে।
গত ২৩ এপ্রিল সোমবার গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু ঘর কাজের শ্রমিক দিয়ে তার নিজ ভাঙাচোরা ঘরের মেরামত কাজ করানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হত দরিদ্র পরিবারের গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু আহত হন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
এছাড়া গত প্রায় ৪ মাস আগে প্রতিপক্ষের হামলায় গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু ও তার বৃদ্ধা মা আহত হন। এরই জের ধরে গত ২৫ এপ্রিল বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন বিকুর টয়লেট ভেঙে দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে গাড়ি চালক বিকাশ রায় বিকু বলেন, আমি আর আমার এক বৃদ্ধ মা ছাড়া দুনিয়াতে কেউ নেই। এ সুযোগে আমার পৈত্তিক বাড়ি দখল করতে চায় প্রতিপক্ষ সীতেশ রায়। আমার বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে অনেকবার আমাদের উপর হামলা করেছে। মামলা দিয়েও হয়রানী করছে। অবশেষে প্র¯্রাব-পায়খানা বন্ধ করে দিতে স্যানেটারি টয়লেটটি ভেঙে দিয়েছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। স্থানীয় পৌর কাউন্সিলর শফিকুল হক অনেকবার চেষ্টা করেও নিস্পত্তি করতে পারেননি। এ ব্যাপারে জানতে চেষ্টা করেও প্রতিপক্ষ সীতেশ রায়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়া বলেন, এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।