স্পোর্টস ডেস্ক::
সাবেক দলের বিপক্ষে এর চেয়ে ভালো হতেই পারেনা। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে কালকের পারফরম্যান্সে কলকাতাকে ভালোই জবাব দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই কলকাতাকে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারপরেও ম্যাচসেরার মুকুট উঠেনি তার মাথায়। ম্যাচসেরা হয়েছেন বিনি স্ট্যানলেকে। অস্ট্রেলিয়ান পেসার। এতেই ক্ষিপ্ত সাকিবের সমর্থকরা। কিসের ভিত্তিতে সাকিবকে ম্যাচসেরা করা হলো না তার জবাব নেই নির্বাচকদের।
বল হাতে পুরো ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে এমন বোলিং প্রশংসার যোগ্য। কলকাতার দুই বিধ্বংসী ব্যাটসম্যান নারিন ও ক্রিস লিনকে ফিরিয়েছেন সাকিবই। শুধু তাই নয়, ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনকে নিয়ে ৫৯ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েছেন সাকিব। নিজেও ২১ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন।
অন্যদিকে বিনি স্ট্যানলেকে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এরপর আর ব্যাটিংয়ের সুযোগ আসেনি। এতেই পেয়ে গেলেন ম্যাচসেরার পুরস্কার।