ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশ ভারিয়ারের ভ্রু কুঁচকানো নাকি ইসলামসম্মত নয়। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এমনই অভিযোগ তুলে প্রিয়া প্রকাশের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে হায়দরাবাদের দুটি রাজনৈতিক দল।
এটা বেশ কিছু দিন আগের ঘটনা। কিন্তু এমন অভিযোগে কোনো সাড়া না পাওয়ায় নতুন করে ‘ওরু আদার লাভ’ ছবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজনৈতিক দলগুলো। সেই আবেদনে কোরআন থেকে অংশ উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ৩০ সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে, এক স্কুল ছাত্রী ও এক ছাত্র হাসি বিনিময় করছে, ভুরু নাচাচ্ছে ও শেষ পর্যন্ত চোখ টিপছে। এটা ইসলামসম্মত নয়। কারণ চোখ টেপা ইসলামে নিষিদ্ধ। সুতরাং এই গান ধর্মনিন্দার সামিল।
তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট তেমন কোনো নির্দেশনা দেয়নি। প্রিয়া প্রকাশ অভিনীত ‘ওরু আদার লাভ’ ছবির ওপর নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনাও নেই বলে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে মালায়লাম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানে লাস্যময়ী হাসি আর আকর্ষণীয় ভ্রু কুঁচকানো দিয়ে রাতারাতি তারকা বনে যান তরুণ অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার।