গরীব এন্ড ইয়াতীম ট্রাস্ট ইউকে’র অর্থায়নে দক্ষিণ সুরমার লালাবাজারের পশ্চিমভাগে মরহুম মুক্তার আহমদের অসহায় পরিবারের নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। এটি ট্রাস্টের গৃহ নির্মাণ প্রকল্পের চতুর্থ নির্মিত গৃহ। গত শনিবার বিকেলে ট্রাস্টের পক্ষে ঘরটি হস্তান্তর করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব দিলওয়ার হোসাইন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘অসহায় পরিবারের জন্য গরীব এন্ড ইয়াতীম ট্রাস্ট ইউকের সহায়তায় গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এতে গৃহহীন পরিবারটি বাসস্থান পেল।’
ট্রাস্টের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঘর হস্তান্তরের সময় মরহুম মুক্তার আহমদের পরিবারের সদস্য ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইংল্যান্ডভিত্তিক সেবামূলক সংগঠন ‘গরীব ও ইয়াতিম ট্রাস্ট ফান্ড ইউকে’ অসহায় গরীর ও এতিমদের নিয়ে কাজ করছে। – বিজ্ঞপ্তি