আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের অভিবাসী মুসলমানরা থাইল্যান্ডে পরিচয় প্রমাণ করতে সমস্যার সম্মুখীনসহ এবং নানা সংকটে রয়েছেন। থাইল্যান্ডে কাজ করার জন্যে থাই ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়ার লক্ষ্যে মিয়ানমার কন্সুলেটের কাছে গিয়ে তারা নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন।
মিয়ানমারের নাগরিক হিসাবে তাদের যেসব কাগজপত্র জমা দেয়া বা দেখানোর প্রয়োজন তা তারা দেখাতে পারছেন না। এজন্য তাদেরকে মিয়ানমারে ফিরে গিয়ে প্রমাণ আনার কথা বলা হচ্ছে। তা না হলে থাই পুলিশ মিয়ানমারের অভিবাসী মুসলমানদের গ্রেপ্তার করে জেলে রাখছেন। তারা না পারছেন মিয়ানমার ফিরে যেতে, না পারছেন দেশটিতে বসবাস করতে। এ অবস্থায় তাদের নানাভাবে সহায়তার চেষ্টা করছে মানবাধিকার কর্মীরা।