আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন এবং ব্যক্তিদের একটি নিয়মিত তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। সর্বশেষ করা তালিকায় শুধুমাত্র পাকিস্তান থেকেই উঠে এসেছে ১৩৯ ব্যক্তি ও সংগঠনের নাম। যার মধ্যে রয়েছে মুম্বাই হামলার অন্যতম মূলহোতা জঙ্গি হাফিজ সাইদ এবং তার সংগঠন লস্কর-ই-তৈয়বার নামও।
জাতিসংঘের নতুন তালিকার প্রথমে রয়েছে ওসামা বিন লাদেনের আপাত উত্তরসূরী আয়মান আল-জাওয়াহিরির নাম। পাকিস্তানের অধিবাসী অথবা সেখানকার সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত অথবা পাকিস্তানে থেকে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা ব্যক্তি বা সংগঠনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। খবর ডন অনলাইনের।
জাতিসংঘ ছাড়াও ইন্টারপোলের সন্ত্রাসী তালিকায় রয়েছে হাফিজ সাইদের নাম। ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার জন্য দায়ী করা হয় হাফিজ ও তার সংগঠন লস্কর-ই-তৈয়বাকে। ওই হামলায় ৮ মার্কিন নাগরিক সহ ১৬৬ জন নিহত হয়েছিলেন।
জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় আরও রয়েছে ভারতীয় মাফিয়া দাউদ ইব্রাহিমের নাম।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের করাচি শহরের নুরবাদের পাহাড়ি এলাকার একটি সুরম্য অট্টালিকায় বাস করছেন দাউদ।