কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে আন্দোলনের মুখে কানাইঘাট এসিসোয়েশন ইউকের শিক্ষা সহায়তা প্রকল্পের অনুষ্টান স্থগিত করা হয়েছে। পৌরসভাস্থ ইউনিক কমিউনিটি সেন্টারে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু এ সংগঠনটি যুদ্ধাপরাধী আবু সাঈদের মদদপুষ্ট সংগঠন আখ্যায়িত করে গত রবিবার সকাল ১০ টায় কানাইঘাট উপজেলা গেইটের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^সী, কানাইঘাটের সর্বস্থরের জনসাধারনের ব্যানারে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
এমনকি ঐ ব্যানারে তারা রাত ১১ টায় কানাইঘাট বাজারে মিছিল করে। যার প্রেক্ষিতে কতৃপক্ষ এ অনুষ্টানটি স্থগিত করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হারিছ জানান আমাদের কঠোর আন্দোলনের মুখে যুদ্ধাপরাধী আবু সাঈদের মদদপুষ্ট সংগঠনের অনুষ্টান স্থগিত করা হয়েছে। এ ছাড়াও তিনি বলেন সরকারের চলমান যুদ্ধপরাধীদের তালিকায় তার নাম রয়েছে এবং মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সিলেট শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্বে ছিল। বর্তমানে তারা যুক্তরাজ্যে বসে যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিনের সহযোগী হিসাবে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন যার কারনে আমরা তা বন্ধ করতে বাধ্য হয়েছি। অপরদিকে কানাইঘাট এসিসোয়েশন ইউকের সহ-সভাপতি খসরুজ্জামান জানান অনুষ্টান স্থলের পাশে ২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা থাকায় প্রশাসনের অনুরুদে আমরা তা স্থগিত করতে বাধ্য হয়েছি।