আব্দুর রব, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ ৬ গুনি ব্যক্তিকে রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথভাবে সংবর্ধনা দিয়েয়ে। সংবর্ধিত অন্য গুনি ব্যক্তিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, শহীদুল আল শিমুল ও জোবেদা ইকবাল।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ শাহাব উদ্দিন এমপি।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্র, আলতাফ হোসেন মাসুম ও শামীম আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আ’লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বড়লেখা উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সংবর্ধিত অতিথি আবু আহমদ হামিদুর রহমান শিপলু, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক (কল্যাণ ও পূর্নবাসন) সরকার ফারহানা আখতার সুমি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটন, সিলেট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ময়নুল হক, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাজান, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস শুক্কুর, তানজিলা আক্তার লোপা প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বড়লেখা আদালতের এপিপি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলার রাহেন পারভেজ রিপন, উপজেলা তাতী লীগের আহবায়ক গোলজার আহমদ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।