সারা জগতে কৃষ্ণভক্তির মহিমা প্রকাশ করার জন্যে উত্তর আমেরিকার ইউস্কনসিন প্রদেশের মিলওয়াকি শহরে আবির্ভূত হন শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ।
মঙ্গলবার (২৭ মার্চ) ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এর বিশেষ কৃপাধন্য শিষ্য ইসকন এর অন্যতম জিবিসি দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৬৯ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে দুইদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- সোমবার (২৬ মার্চ) রাত সাড়ে ৭টায় শুভ অধিবাস ও কীর্তনমেলা।
মঙ্গলবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরুপূজা, সকাল ৮টায় গুরুমহারাজের সুস্বাস্থ্য কামনায় শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে যজ্ঞ, সকাল ১০টায় বাণীর মোড়ক উন্মোচন, সকাল সাড়ে ১০টায় গুরুমহারাজের মহা-অভিষেক, দুপুর সাড়ে ১২টায় মহিমা কীর্তন, দেড়টায় গুরুমহারাজের চরণকমলে পুষ্পাঞ্জলি প্রদান, ৬৯ পাউন্ড ওজনের কেক নিবেদন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরন, বেলা ৩ টায় অফারিং লেটার পাট, বিকাল ৫টায় কীর্তনমেলা, সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৮ টায় নাটক।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিত ও সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। – বিজ্ঞপ্তি