লাইফস্টাইল ডেস্ক::
গরম পড়ে গেছে। বাড়ছে রোদের প্রখরতা। তাই তো গরমের সময়ে নিজেকে ফ্রেশ রাখাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। গরমের ত্বককে নমনীয় ও আকর্ষণীয় রাখতে গেলে কী কী করা আবশ্যক, চলুন একবার দেখে নেয়া যাক।
গরমকালে ঘামের কারণে জলের পরিমাণ দ্রুত কমতে থাকে। শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে অথচ তা পূরণের চেষ্টা করছেন না। এমন চলতে থাকলে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন। একই সঙ্গে স্বাভাবিক নমনীয়তা হারিয়ে ত্বকও অকালেই বুড়িয়ে যাবে। তাই গরমকালে পর্যাপ্ত জল খান। দিনে অন্তত সাত থেকে আট গ্লাস জল খেলে জলাভাবের সমস্যা কাটতে পারে।
সেই সঙ্গে জলের অভাব মেটাতে অ্যালোভেরার রস পান করুন। আঙুর, শশা, জাম, জামরুল, আনারস, আপেল, লাল ক্যাপসিকাম খান। এই ফলগুলো রাখলে শরীরে জলীয়দ্রবণের সমতা বজায় থাকবে। ত্বকও থাকবে সজীব।
একই সঙ্গে গরমে ত্বককে সুস্থ রাখতে অতিরিক্ত সোডিয়াম যুক্ত খাবার থেকে দূরে থাকুন। কম রাসায়নিক যুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। এসপিএফ-৩০ এর বেশি সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। দিনের বেলা বাইরে বের হলে চার ঘণ্টা অন্তর নতুন করে সানস্ক্রিন ব্যবহার করুন।
গরমকালে শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে রাখতে গ্রিন-টি খান। গ্রিন-টিতে বড়মাপের কুলিং পাওয়ার রয়েছে। এটি ত্বককে টানটান রাখে।
জলের সঙ্গে গুড়ো করা চিনি ও গ্রিন-টি মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। স্ক্র্যাবারের কাজ করে এই মিশ্রণ।
ঘামের কারণে শরীরের দুর্গন্ধ ড্রেসে চলে যাওয়া স্বাভাবিক। তাই ড্রেস ওয়াশ করার পর, একটা ভালো ফেবরিক সফটনার ব্যবহার করুন। এতে আপনার ড্রেসে সুন্দর স্মেল আসবে। যা সারাদিন ফ্রেশ রাখতে সাহায্য করবে।
এক গ্লাস পানিতে ২-৩টা লেবুর টুকরো নিয়ে সেই পানিটা পান করুন। দিন শুরু করুন এই পানি দিয়ে। এতে সারাদিন ফ্রেশ ফিল হবে।