নিউজ ডেস্ক:: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মদদে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও বাংলাদেশে বিচরণ করছে। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী মুক্তিযোদ্ধা স্বাধীনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান কামাল বলেন, খালেদা জিয়া এখনও বলছেন- মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হননি, দুই লাখ মা-বোনের সম্মানহানি হয়নি। দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়ে তিনি বিব্রত করছেন।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে সফল প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।