চলতি বছর থেকে সিলেট প্রেসক্লাব ফেলোশীপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি। প্রথম ফেলোশীপের কার্যক্রম আগামী মে’ ২০১৮ থেকে শুরু হবে। ছয় মাসব্যাপী এ ফেলোশীপ করতে আগ্রহীদের আগামী ১০ এপ্রিল এর মধ্যে সাধারণ সম্পাদক বরাবরে আবেদনের জন্য আহবান করা হয়েছে।
প্রথম ফেলোশীপের গবেষণা বিষয়বস্ত নির্ধারণ করা হয়েছে ‘সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব’। সিলেট প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্যরা এ ফেলোশীপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতা ও সক্ষমতা বিবেচনায় প্রেসক্লাবের বাছাই কমিটি একজন ফেলো চুড়ান্ত করবেন। নির্বাচিত ফেলো পুরষ্কার হিসেবে পাবেন নগদ পঞ্চাশ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও ফেলোশীপ সনদ। – বিজ্ঞপ্তি