বিনোদন ডেস্ক:
হলিউডের বিখ্যাত কমিক চরিত্র ‘ডেডপুল’। রায়ান রেনল্ডসের দুর্দান্ত অভিনয়ে এই চরিত্র বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আগামী মে মাসেই মুক্তি পাচ্ছে এই সিরিজের দ্বিতীয় ছবি। আর সেই ছবিতেই অফার দেয়া হয়েছিলো বলিউড তারকা রণবীর সিংকে। কিন্তু সেটা তিনি গ্রহণ করেননি।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নিজের কাজের প্রতি এতোটাই দায়িত্বশীল রণবীর, যার ফলে হলিউডের এই বিখ্যাত ছবির কাজও তিনি ফিরিয়ে দিতে দ্বিধা করেননি।
মূলত ‘ডেডপুল’ ছবির ডাবিং করার প্রস্তাব পেয়েছিলেন রণবীর। ইংরেজির পাশাপাশি হিন্দিতেও ডাবিং করে ছবিটি মুক্তি দেয়া হবে। তাই ‘ডেডপুল’ চরিত্রের হিন্দি ডাবিংয়ের জন্য রণবীরকেই উপযুক্ত মনে করেছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু সেই সময় ‘গাল্লিবয়’ ছবির শিডিউল পড়ে যাওয়ায় প্রস্তাব ফিরিয়ে দেন রণবীর।
ভারতে ডাবিং করা হলিউড ছবি আগেও মুক্তি পেয়েছে। সেই ডাবিংগুলোও করেছন বিভিন্ন তারকারা। যেমন- ‘স্পাইডার ম্যান’-এর কণ্ঠ দিয়েছেন টাইগার শ্রফ, ‘জঙ্গলবুক’-এ বালুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইরফান খান, প্রিয়াঙ্কার কণ্ঠ শোনা গিয়েছিল কা-এর চরিত্রে।