ডেইলি সিলেট ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র যুওরাজ্য সাউথ ওয়েলস শাখা গঠন করা হয়েছ। গত ২০ মার্চ ২০১৮ সাউথ ওয়েল্সে মানবাধিকার কর্মীদের এক সভায় গোলাম আবু সালেকে সভাপতি এবং শাহ সাফীকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ নির্বাহী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন BHRC যুওরাজ্য শাখার সভাপতি গভর্নর আবদুল আহাদ চৌধুরী, BHRC’র EU এম্বাসেডর এম সহিদুর রহমান, BHRC’র EU কোয়াডিনেটর তারাউল ইসলাম, BHRC লন্ডন গবর্নর মাসুদুল ইসলাম রাহুল, লন্ডন শাখার সভাপতি জাহাংগীর খান, BHRC’র UK সহ-সভাপতি মোহাম্মদ আহসান, BHRC ইংল্যান্ড মহিলা শাখার সভাপতি রুবী হক, UK ইংল্যান্ড শাখার সাধারন সম্পাদক আবদুল হাফিজ,আবদুল মজিদ প্রমূখ। বিজ্ঞপ্তি