তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আনন্দ র্যালী,শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলার পরিষধের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন শেষে গনমিলনায়তন কেন্দ্রে মিলিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পূণেন্দু দেব এর সভাপতিত্বে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,ছাত্রলীগ নেতা আবুল কাশেম,রাজন চন্দ,শিক্ষার্থী লাদেন মিয়া ও দিবা গাঙ্গুলী প্রমূখ।
অপরদিকে ইসলামী ফাউন্ডেশন তাহিরপুর শাখার উদ্যোগে পৃথক আরেকটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালী শেষে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,মডেল কেয়রটেকার মাও.আব্দুল হান্নান,মাও.দ্বীন ইসলাম আজাদী,আলী হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে রচনা ও কুইজ প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।