বিনোদন ডেস্ক:: দরাজ কণ্ঠের শিল্পী পান্থ কানাই ২০০৩ সালে সর্বশেষ একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ করেন। ২০১৬ সালে আসে তিন গানের অ্যালবাম ‘দেহখাঁচা’। মাঝে-মধ্যে গেয়েছেন মিশ্র অ্যালবামে। এবার অনেক দিন পরেই প্রকাশ হলো পান্থ কানাইয়ের গাওয়া নতুন গান। গানটির নাম‘দুঃখিনী চাঁদ’। রোববার জিসিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে গানটির লিরিক্যাল ভিডিও।
‘ও দুঃখিনী চাঁদরে তোর মতো আমিও একা থাকি, ও কালো রাতরে তোর মতোও এ বুকে কষ্ট রাখি’– এমন কথার গানটি লিখেছেন রূদ্র রাসেল, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর।
অমিত কর গানটি প্রসঙ্গে বলেন,‘আমি চেষ্টা করেছি একটি ভালো গান তৈরী করতে। পান্থ কানাই তার কণ্ঠে তুলেছেন গানটি। আমার বিশ্বাস সবাই গানটি পছন্দ করবেন।’
এদিকে গীতিকার রুদ্র রাসেল বলেন, ‘আমার ভীষণ পছন্দের একজন শিল্পী পান্থ কানাই দা। তার অনেক গানই প্রিয়। এবার আমার আমার লেখা একটি গান গেয়েছেন তিনি। অনেক ভালো লাগ কাজ করছে মনে।’
গানটি :